Call to drop cases against workers in deadly Bangladesh protest

19 April 2021 | Stephan Uttom Rozario | The UCA News 
----------------------------------------------


Several NGOs and human rights organizations have called for the immediate withdrawal of cases filed against Bangladeshi workers over a protest that led to police shooting dead five people.

Workers at the S. Alam-owned SS Power Plant in Banshkhali in Chittagong district were holding a demonstration on April 17 over working conditions and overdue salaries when police opened fire on them, killing five and injuring at least 30.

Police and S. Alam Group have filed two cases against the protesters accusing them of attacking police officers and setting fire to vehicles.

The Bangladesh Working Group on External Debt, NGO Forum on ADB, Asian People’s Movement on Debt and Development, Netherlands-based Re-course and Urgewald held a virtual press conference on April 19.

The groups called for strict legal measures against the sponsor and financers of the under-construction power plant and the police for being responsible for killing five workers.

At the press conference, Abdul Gani, a welder at the plant, gave a first-hand account of the incident.

“A syndicate takes 5,000 taka (US$59) in advance for the worker’s job, 2,000 taka for clothing and 10 percent of the monthly salary of each worker. Before the lockdown, we worked for 12 hours without any overtime. The salary was 18,000 taka for two shifts. After lockdown the work hours came down to 10 hours, but no overtime," he said.

“As we don’t have any trade unions, we demanded an eight-hour day in the month of Ramadan, a one-hour break on Fridays for Jumma prayers and an overtime payment. We also demanded advanced salary during Eid.”

Ryayan Hasan from NGO Forum on ADB termed the killings an absolute violation of human and constitutional rights.

“We demand that all financers of the project including the Bank of China and China Exim are held accountable for their failure to safeguard the workers,” he said.

Source: https://www.ucanews.com/news/call-to-drop-cases-against-workers-in-deadly-bangladesh-protest/92175

Govt should stop funding fuel-run power plants: Saber

21 April 2021 | The NewAge 
------------------------------------- 

Bangladesh should stop subsidising fossil fuel based power plants in order to fulfil commitments it has made in various international climate forums, said Saber Hossain Chowdhury, chairman of the parliamentary standing committee on environment, forest and climate change. 

He said that while working for making industrialised countries responsible for environmental degradation, Bangladesh should also ensure that steps had been taken by it so that the environment would not harm.

‘Power sector subsidy has to go,’ said Saber as he addressed an online conference in the afternoon organised ahead of the two-day-long virtual climate summit to begin from April 22 hosted by the US president Joe Biden. 

Bangladesh Working Group on External Debt organised the discussion. Green activists from India, Nepal, Pakistan, Sri Lanka and Bhutan participated in the conference titled Poeple2biden. 

They said that the point of climate discussions at this moment should be about sharing technologies that developed countries were improving with minimal environmental damage. 

Besides claiming reparations from industrialised countries like the USA who are responsible for climate change, the most vulnerable but developing countries also need to make sure that they have the access to clean technologies developed by developing countries, they said. 

‘We demand that Biden should take historical responsibility of climate change,’ said Hemantha Withanage, executive director of the Centre for Environmental Justice, Sri Lanka. 

About 1.8 billion people suffer from climate crisis and the people included countries such as Bangladesh and Sri Lanka, one of the least carbon emitters in the world, he said. 

A total of 40 countries have been invited to the summit with participation from Bangladesh, India and Bhutan from South Asia. 

Speakers reminded that the US is the world’s one of the biggest fossil fuel financiers and also one of the largest patronisers of fossil fuel industry in terms of manufacturing equipment needed to run the industry. 

২০৩০ সালের মধ্যে ৩০% নবায়নযোগ্য জ্বালানির কথা ভাবা হচ্ছে

20 April 2021 | The Prothom Alo 
------------------------------------------ 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে আগামী ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশীয় দেশগুলোর জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনতে হবে। জ্বালানি খাতে বাংলাদেশের বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি দিতে হয়। আগামী ৯ বছরের মধ্যে এটা শূন্যে নামিয়ে আনতে হবে। 

আজ মঙ্গলবার দক্ষিণ এশীয় জলবায়ু কর্মীদের আয়োজনে পিপল টু বাইডেন ভার্চ্যুয়াল সম্মেলনে সাবের হোসেন চৌধুরী এ কথা বলেন। বাংলাদেশের বৈদেশিক দেনাবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), এনজিও ফোরাম অন এডিবি, শ্রীলঙ্কার সেন্টার ফর এনভায়রনমেন্টাল জাস্টিস, নেপালের ডিগো বিকাশ ইনস্টিটিউট, ভারতের গ্রোথওয়াচ ও মাইনস মিনারেলস অ্যান্ড পিপল (এমএমপি) এবং পাকিস্তানের কিষান রাবিতা কমিটি যৌথভাবে এ ভার্চ্যুয়াল সম্মেলনের আয়োজন করে। ২২ ও ২৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে অনুষ্ঠেয় লিডার্স সামিট অন ক্লাইমেট সামনে রেখে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Sponsor, Financiers and the Members of the Police Force should face the Strictest Legal Measure for Banshkhali Killing: Speakers Demanded in a Press conference


19 April 2021

Speakers in a press conference on Monday demanded the strictest legal measure against the sponsor and financiers of the Banshkhali under-construction coal power plant, and the members of the police force for being responsible for killing 5 workers of the said plant on Saturday. 

They also called for an immediate withdrawal of the cases filed against the workers which could essentially harass them by criminalising their peaceful protest. 

The virtual press conference was jointly organised by the Bangladesh Working Group on External Debt (BWGED), NGO Forum on ADB, Asian People’s Movement on Debt and Development (APMDD), Re-course, and Urgewald. 

In the press conference, Abdul Gani (pseudonym), a welder of the Banshkhali power plant for three months gave his firsthand account of Saturday’s incident. 

Five workers by the police were shot dead on Saturday when the workers of Banshkhali power plant were protesting for their due wages at a China-backed under-construction coal power plant. 

Gani told that the workers at the plant were appointed by a subcontractor led by a local syndicate, controlled by the local Chairman Liaqat Ali, member Kamal Hossain and another called Abu Ahammed. 

“The syndicate takes BDT 5000 BDT in advance for the worker’s job, BDT 2000 for clothing and 10% of the monthly salary of each worker. Before lockdown, we worked for 12 hours without any overtime pay. The salary was BDT 18,000 in two shifts. After lockdown, the work hour came down to 10 hours, but no overtime”. 

“As we don’t have any trade union, we demanded 8-hours work in the month of Ramadan, 1-hour break on Fridays for Jumma prayer and overtime payment. We also demanded advanced salary during Eid as we usually get our salary 10-15 days past the next month”. 

According to Gani, as their demand was not met, they stopped working on Saturday and started to protest. Suddenly, police from the nearest station and the subcontractor’s gang members wearing police cloth came and started beating the workers. 

“We started fleeing the scene, threw some bricks for self-protection. Then the police started throwing tear shells, rubber bullets followed by an open fire. 4 Were spot dead”. 

Gani claimed that two criminal cases have been filed following the incident, but none of the main culprits was accused. He also claims that if the workers weren’t attacked, nothing would have happened. 

“Our demand was not a very serious one. We demanded overtime pay because everything is so expensive here in the power plant during the lockdown and in the month of Ramadan. Rice is BDT 80 a kilo”. 

“How could we keep up with this? Ahmed Reza, who was killed by the police was a mere student. He just started working for 2 weeks as a helper to support his family”, said Gani. 

Environmentalist Syeda Rizwana Hasan, chief executive of Bangladesh Environmental Lawyers Association (BELA) demanded the government to scrap the power plant deal as the sponsors were incapable of dealing with the project. 

“The owner has to be held responsible for the behaviours of the contractors and subcontractors. This power plant doesn’t have endorsement from the local people, this is not the first time killing happened in Banshkhali. If the first incident in 2016 were investigated by a neutral judicial body, the same thing wouldn’t have happened again”, she added. 

Terming the workers killing a heinous act, Lidy Nacpil from APMDD said that the coal plants are doing greater harm to our climate, now these coal plant owners are not even doing justice to their workers. The owner and the financiers of the plant should be held accountable for their actions. 

Rayyan Hasan from NGO Forum on ADB termed the event as an absolute violation of human and constitutional rights. 

“We demand that all financiers of the project including Bank of China, China Exim are held accountable for their lack of safeguarding of the workers”. 

Knud Vocking from Urgewald, Petra Kejll from Re-course, Sinologist Nora Sausmikat, Bar-at-law Jyotirmoy Barua and BWGED convener Dr Kazi Maruful Islam also spoke at the press conference. 

The 2.5 billion-dollar, 1200 MW coal power plant, 30 per cent owned by Chinese engineering giant SEPCOIII, has been at the centre of other deadly protests in recent years. 

Rights activists say the power plant, 70 per cent owned by the S. Alam Group does not meet environmental impact standards and was built without public consultation. 

It is one of the biggest investments made by Chinese companies in Bangladesh. The deal was one of many announced when President Xi Jinping visited in 2016.

বাঁশখালীতে গুলি করে শ্রমিক হত্যার প্রতিবাদে ৬৮ নাগরিকের বিবৃতি

17 April 2021 | The Sharabangla.net 
--------------------------------------------- 


বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৬৮ জন বিশিষ্ট ব্যক্তি। তারা এ ঘটনাকে আইনের পরিপন্থী উল্লেখ করে হত্যা ও গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

শনিবার (১৭ এপ্রিল) সংবাদ মাধ্যমে এ বিবৃতি পাঠান। 

বিবৃতিতে তারা বলেন, ‘বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশের সংবিধান ও আইন অনুসারে পুলিশ কোন অবস্থাতেই নিরীহ শ্রমিকদের ওপর গুলি চালানোর অনুমতি পেতে পারে না।’ 

তারা আরও বলেন, ‘করোনা অতিমারির এই দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিষহ হয়ে উঠেছে, সেখানে মজুরি না দেওয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। একইসাথে শ্রমিকদের মজুরি প্রদানে অবহেলা করার কারণে এস. আলম গ্রুপের সঙ্গে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের যে চুক্তি হয়েছে তা বাতিলের দাবি জানাই।’ 

বিবৃতিতে স্বাক্ষর করেছেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনু মুহাম্মদ, নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবীর, ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। 

আলোকচিত্রী শহিদুল আলাম, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, সেন্ট্রাল উইমেনস্ ইউনিভার্সিটির অধ্যাপক পারভীন হাসান, নারী অধিকার কর্মী ফরিদা আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সারা হোসেন, লেখক রেহনুমা আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, নারী অধিকার কর্মী শিরীন হক, অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইউম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. জাহেদ ইকবাল। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফেরদৌস আজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রোবায়েত ফেরদৌস, প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আহ্বায়ক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেখক ও গবেষক মোবাশ্বার হাসান, গবেষক এবং অধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোবায়দা নাসরিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদাফ নূর-এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, এনজিও ফোরাম অন এডিবির নির্বাহী পরিচালক রায়ান হাসান, মানবাধিকার কর্মী নূর খান লিটন, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহনাজ হুদা, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষক তানজিম ওয়াহাব, বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের ডা. নাইলা জেড খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধুরী, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেইট ইউনিভার্সিটির শিক্ষক আজফার হোসেন, গবেষক ও অধিকারকর্মী মাহা মির্জা, ব্যঙ্গচিত্র-শিল্পী আহমেদ কবির কিশোর, মানবাধিকার কর্মী নাসিরুদ্দিন এলান, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরীন খন্দকার, সঙ্গীত শিল্পী ও লেখক অরূপ রাহী, চেঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক এম. জাকির হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারওয়াত শামীন, আলোকচিত্রী ও শিক্ষক জান্নাতুল মাওয়া, মংলা নাগরিক সমাজের শেখ নূর আলম, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম, আর্টিস্ট ডিরেক্টর লুবনা মরিয়ম, আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রেবেকা সুলতানা, শিক্ষক ও গবেষক কাজী ওমর ফয়সাল, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকান্দার আলী মিনা সুমন, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষক তানজিম ওয়াহাব, সংশপ্তকের সমন্বয়কারী অগ্রদূত দাশগুপ্ত। 

পরিবর্তন-রাজশাহীর নির্বাহী পরিচালক রাশেদ রিপন, শিল্পী ও সংগঠক অমল আকাশ, নারী অধিকার জোটের মুক্তাশ্রী চাকমা সাথী, মানবাধিকার কর্মী তাসাফি হোসেন, শিক্ষক, সংস্কৃতিকর্মী বীথি ঘোষ, চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা, গবেষক রোজিনা বেগম, অধিকারকর্মী মারজিয়া প্রভা এবং বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের (বিডাব্লিউজিইডি) হাসান মেহেদী। 

Banshkhali workers killing draws protests

18 April 2021 | The NewAge 
------------------------------------- 

Sixty eight eminent citizens of the country in a joint statement on Saturday said that they were outraged by the news of police killing five workers by opening fire on a peaceful demonstration of the workers at the Banshkhali power plant. 

The statement said that the workers were demonstrating for their arrears and opening fire on their peaceful demonstration was a shameful act which went against the rule of law. 

The statement accused the police, who are responsible for the protection of the citizens, of abusing their power by opening fire on such a demonstration. 

Neither the Constitution nor any laws permit the police to open fire on workers under any circumstances, said the statement. 

The Police Regulations of 1943 directs the police to exercise minimum force as a last resort for dispersing a gathering that may threaten public security and fire could not be opened unless warnings were issued several times beforehand, said the statement. 

The aim of opening fire is not to kill but to disperse the gathering, said the statement. The statement demanded a judicial probe into the incident and punishment of the perpetrator police personnel. 

The statement said that the pandemic made life already difficult and not paying workers their arrears constituted offense under the labour law. The statement demanded an investigation into why S Alam Group did not pay the workers at the plant. 

The statement also demanded cancellation of the contract signed between S Alam Group and the government for building the coal-fired power plant at Banshkhali. 

The statement was signed, among others, by Gonoshasthaya Kendra founder Zafrullah Chowdhury, adviser to a former caretaker government Sultana Kamal, Professor Anu Muhammad, BRAC executive chairman Hossain Zillur Rahman, Transparency International Bangladesh executive director Iftekharuzzaman, photographer Shahidul Alam, women’s rights activist Farida Akhtar, writer Rahnuma Ahmed, human rights activist Nur Khan, Professor Asif Nazrul, lawyers Sara Hossain and Syeda Rizwana Hasan, and former cabinet secretary Ali Imam Majumder.

Besides, Bangladesh Paribesh Andolan, Bangladesh Sramik Kalyan Federation, Sramik Karmachari Oikya Parishad Ganasamhati Andolan, Bangladesh Biplobi Sramik Sanghati and Socialist Students’ Front in separate statements condemned the murders of five workers and demanded a judicial probe into the murders. 

They said that the government continued to use police force for suppressing rightful demands. They recalled the 2016 incident in which four villagers in Banshkhali were shot dead during a protest against the acquisition of land for building the power plant. 

They demanded compensation to the families of the slain workers, treatment of the injured ones and realisation of the workers’ demands for which they were demonstrating. 

Progressive Students Alliance, a platform of left-leaning students’ organisations, on Saturday held a procession on the campus protesting at the killings of the workers at Banshkhali in Chittagong, reported DU correspondent. 

Ignoring the ongoing restrictions on movement, the procession broke out from the Teacher-Student Centre on Dhaka University campus on Saturday at about 5:00pm. 

The protesters chanted slogans against the government for the killings of the workers. 

After marching through different streets of the campus, they held a protest rally at the base of the Anti-terrorism Raju Memorial. 

Bangladesh Students Union central vice-president Nazir Amin Joy and joint secretary of DU unit Ragib Nayeem, among others, attended the procession.

Source: https://www.newagebd.net/article/135652/banshkhali-workers-killing-draws-protests

শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি ৬৮ নাগরিকের

18 April 2021 | The Prothom Alo 
----------------------------------------- 


চট্টগ্রামের কয়লাবিদ্যুৎকেন্দ্রে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর গুলি ও নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শনিবার বিবৃতি দিয়েছেন দেশের ৬৮ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

পাশাপাশি শ্রমিকদের মজুরি দিতে অবহেলার কারণে বিদ্যুৎকেন্দ্রের উদ্যোক্তা এস আলম গ্রুপের সঙ্গে সরকারের কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তি বাতিলের দাবি জানানো হয়। একই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিবৃতি দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারকে একজন শ্রমিকের আজীবন আয়ের সমান আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়। 

চট্টগ্রামের এস আলম গ্রুপ ও চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির যৌথ উদ্যোগে নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে শনিবার শ্রমিকদের বিক্ষোভে গুলি চালায় পুলিশ। এতে পাঁচজন নিহত এবং অনেকেই আহত হন। এর আগে ২০১৬ সালে একই বিদ্যুৎকেন্দ্রে গুলিতে চারজনের মৃত্যুর ঘটনা ঘটে। 

৬৮ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতিতে বলা হয়, বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল। 

বিবৃতিতে আরও বলা হয়, করোনা মহামারির এ দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিষহ, সেখানে মজুরি না দেওয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেনি, তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। 

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী, হামিদা হোসেন, আকমল হোসেন, সুলতানা কামাল, আলী ইমাম মজুমদার, আনু মুহাম্মদ, খুশী কবির, হোসেন জিল্লুর রহমান, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, শহিদুল আলম, শামসুল হুদা, পারভীন হাসান, সি আর আবরার, সারা হোসেন, রেহনুমা আহমেদ, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, আসিফ নজরুল, রোবায়েত ফেরদৌস, জ্যোতির্ময় বড়ুয়া, জোবায়দা নাসরিন, নূর খান, মাহা মির্জা, আহমেদ কবির কিশোর প্রমুখ সই করেন। 

এদিকে এ ঘটনার নিন্দা এবং তদন্ত ও বিচারের দাবিতে শনিবার বিবৃতি দেয় বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), নাগরিক ঐক্য, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয়তাবাদী শ্রমিক দল, গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, খেলাফত মজলিস, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এসএসএফ) ও সম্মিলিত সামাজিক আন্দোলন। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিবৃতিতে বলেন, নিরীহ শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি জানাতে গিয়ে গুলি খেয়ে মরবে, এটা স্বাধীন দেশে, স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

এস. আলমের সঙ্গে চুক্তি বাতিল দাবি বিশিষ্টজনদের

17 April 2021 | তানজীর মেহেদী | The Newsbangla24.com 
---------------------------------------------- 

চট্টগ্রামের বাঁশখালীর এই বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে গুলিতে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ৬৮ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে বলেছেন, ‘এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল।’

চট্টগ্রামের বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে বকেয়া বেতন আদায়ের দাবিতে ডাকা সমাবেশে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে আইনের শাসন পরিপন্থি, গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর বলে উল্লেখ করে বিবৃতি দিয়েছেন লেখক, শিক্ষক, আইনজীবী, অধিকারকর্মীসহ ৬৮ জন বিশিষ্ট নাগরিক। 

এই ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্ত দাবি করে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। 

শনিবার সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের পক্ষে বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের (বিডাব্লিউজিইডি) সদস্য সচিব হাসান মেহেদীর সই করা বিবৃতিটি গণমাধ্যমের কাছে আসে। 

এতে বলা হয়েছে, ‘বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বকেয়া মজুরির দাবিরত শ্রমিকদের উপর গুলি চালানোর ঘটনা আইনের শাসনের পরিপন্থি। 

‘এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

বাংলাদেশের সংবিধান ও আইনে পুলিশ কোনো অবস্থাতেই নিরীহ শ্রমিকদের ওপর গুলি চালানোর অনুমতি পেতে পারে না জানিয়ে বিশিষ্ট নাগরিকরা আরও বলেছেন, ‘পুলিশ প্রবিধান ১৯৪৩-এর বিধান অনুসারে নিরাপত্তার জন্য হুমকিমূলক সমাবেশ অন্য কোনোভাবে ছত্রভঙ্গ না করা গেলে সর্বশেষ পন্থা হিসেবে নূন্যতমভাবে শক্তি প্রয়োগের বিধান রয়েছে এবং সেক্ষেত্রে গুলি চালানোর আগে বার বার সাবধান করতে হবে এবং তা চালাতে হবে কাউকে হত্যা করা না, বরং সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থেকে।’ 

এ ক্ষেত্রে আইনের বিধান প্রতিপালন করা হয়নি জানিয়ে তারা দাবি করেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর আইন অমান্য করার দায় সাধারণ নাগরিকদের চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা এই হত্যাকাণ্ডের ও গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্ত দাবি করছি এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষে নিহত এক শ্রমিক

করোনাভাইরাস মহামারির এই দুর্যোগে শ্রমজীবী মানুষের মজুরি না দেয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন জানিয়ে তারা বলেছেন, ‘এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।’ 

সকল শ্রমিকের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘শ্রমিকদের মজুরি প্রদানে অবহেলা করার কারণে এস. আলম গ্রুপের সঙ্গে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা বাতিলের দাবি জানাই।’ 

বাঁশখালি বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় কমপক্ষে মোট ছয় জন নিহত ও শতাধিক আহত হলেও হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হয়নি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

বিশিষ্ট নাগরিকদের মধ্যে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, অধ্যাপক আকমল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলমসহ আরও অনেকে।

Source: এস. আলমের সঙ্গে চুক্তি বাতিল দাবি বিশিষ্টজনদের

বাঁশখালীতে শ্রমিক হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন ৬৮ নাগরিক

17 April 2021 | The Desh Rupantar 
------------------------------------------ 


চট্টগ্রামের বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের ৬৮ জন বিশিষ্ট নাগরিক। 

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। 

বিবৃতিতে তারা বলেন, শনিবার সকালে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে সমাবেশ করলে পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে এ পর্যন্ত পাঁচজন শ্রমিক নিহত ও অনেক শ্রমিক আহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। 

এতে আরও বলা হয়, বকেয়া মজুরির দাবিরত শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনা আইনের শাসনের পরিপন্থী। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল। বাংলাদেশের সংবিধান ও আইন অনুসারে পুলিশ কোন অবস্থাতেই নিরীহ শ্রমিকদের ওপর গুলি চালানোর অনুমতি পেতে পারে না। 

বিবৃতি দাতারা বলেন, পুলিশ প্রবিধান ১৯৪৩-এর বিধান অনুসারে নিরাপত্তার জন্য হুমকিমূলক সমাবেশ অন্য কোনোভাবে ছত্রভঙ্গ না করা গেলে সর্বশেষ পন্থা হিসেবে নূন্যতমভাবে শক্তি প্রয়োগের বিধান রয়েছে এবং সে ক্ষেত্রে গুলি চালানোর আগে বারবার সাবধান করতে হবে এবং তা চালাতে হবে কাউকে হত্যা করা না বরং সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থেকে। আমরা এই আইনি বিধান বেশির ভাগ ক্ষেত্রেই প্রতিপালন করতে দেখিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর আইন অমান্য করার দায় সাধারণ নাগরিকদের চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা এই হত্যাকাণ্ডের ও গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্ত দাবি করছি এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

করোনা মহামারিতে শ্রমিকদের মজুরি পরিশোধ না করা শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেন তারা। একই সঙ্গে শ্রমিকদের মজুরি প্রদানে অবহেলা করার কারণে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের যে চুক্তি হয়েছে তা বাতিলের দাবিও জানান তারা। 

বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন, সুলতানা কামাল, অধ্যাপক আকমল হোসেন, কলামনিস্ট ও লেখক আলী ইমাম মজুমদার, অধ্যাপক আনু মুহাম্মদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ প্রমুখ। 

বাঁশখালীতে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের ঘটনার নিন্দা, ৬৮ নাগরিকের বিবৃতি

17 April 2021 | The Daily Star 
-------------------------------------- 

চট্টগ্রামের বাঁশখালী কয়লা-বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ৬৮ নাগরিক। 


আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা জানান, বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনা আইনের শাসনের পরিপন্থী। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল। 

বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশের সংবিধান ও আইন অনুসারে পুলিশ কোনো অবস্থাতেই নিরীহ শ্রমিকদের উপর গুলি চালানোর অনুমতি পেতে পারে না। পুলিশ প্রবিধান ১৯৪৩-এর বিধান অনুসারে নিরাপত্তার জন্য হুমকিমূলক সমাবেশ অন্য কোনোভাবে ছত্রভঙ্গ না করা গেলে সর্বশেষ পন্থা হিসেবে নূন্যতমভাবে শক্তি প্রয়োগের বিধান রয়েছে এবং সেক্ষেত্রে গুলি চালানোর আগে বার বার সাবধান করতে হবে এবং তা চালাতে হবে কাউকে হত্যা করা না বরং সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থেকে। আমরা এই আইনি বিধান বেশিরভাগ ক্ষেত্রেই মানতে দেখিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর আইন অমান্য করার দায় সাধারণ নাগরিকদের চেয়ে কোনো অংশেই কম নয়। 

বিবৃতিদাতারা এই হত্যাকাণ্ড ও গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্ত দাবি এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

তারা বলেন, বাঁশখালি বিদ্যুৎকেন্দ্র ঘিরে এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত ও শতাধিক আহত হলেও ওই হত্যাকাণ্ডের কোন সুষ্ঠু বিচার হয়নি। 

বিবৃতিতে আরও বলা হয়, করোনা মহামারির এই দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিসহ হয়ে উঠেছে, সেখানে মজুরি না দেয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা সকল শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করার দাবি জানাই। একইসাথে শ্রমিকদের মজুরি দিতে অবহেলা করার কারণে এস. আলম গ্রুপের সঙ্গে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের যে চুক্তি হয়েছে তা বাতিলের দাবি জানাই। 

বিবৃতিতে সই করেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ব্র্যাকের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, মানবাধিকার কর্মী হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, আলোকচিত্রী শহিদুল আলাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার, আসিফ নজরুল, রোবায়েত ফেরদৌস, প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আহ্বায়ক জ্যোতির্ময় বড়ুয়া, ব্যঙ্গচিত্র-শিল্পী আহমেদ কবির কিশোর, সাধনার আর্টিস্টিক ডিরেক্টর লুবনা মরিয়ম বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের ডা. নায়লা জেড খানসহ ৬৮ নাগরিক। 

5 power plant workers shot dead over salary agitation

17 April 2021 | The Business Standard
------------------------------------------------- 

Over a dozen injured workers were rushed to different hospitals


At least five people were shot dead and dozens injured, as workers clashed with police at an under-construction power plant owned by the S Alam Group and China-based SEPCO3, at Banshkhali in Chattogram on Saturday.

The deceased were identified as Shuvo (23), Rahat (24), Ahmad Reza (19), Raihan (17), and Rony Hossain (22).

Talking about the incident to The Business Standard, Banshkhali Police Station Inspector (Investigation) Azizul Islam, said the workers were staging a protest with several demands, including raising wages, reducing work hours, and alleged discrimination.

"On information from the plant authorities, police rushed to the spot to control the situation. When the demonstrators became violent, police opened fire to bring the situation under control," he added.

After the incident, the district administration and police have formed two separate investigation committees. Financial assistance has also been announced for the families of the deceased and those who have been injured in the clashes.

"A four-member investigation committee has been formed in light of the Bashkhali incident. The committee has been directed to submit the report within seven days," said Chattogram Additional District Magistrate Sumoni Akhter.

"Besides, at a district administration meeting, it was announced to provide Tk3 lakh for the families of the deceased and Tk50,000 to the injured," she added.

About the investigation committee formed by the police, Chattogram Range DIG Anowar Hossain said, "Police have formed a three-member investigation committee who have been instructed to submit a report within seven days.

About the injured in the clash, Upazila Health Officer Dr Shafiur Rahman Mozumder, said, "Four workers hit by bullets were brought dead to the Upazila Health Complex and twelve more people were referred to different hospitals."

"More than 19 people were taken to Chittagong Medical College Hospital in critical condition with bullet wounds. One of them died here," said Jahir Uddin Bhuiyan, inspector of CMCH police outpost.

Mohammad Faruk, brother of worker Morshed hit by a bullet, said, "Workers protested demanding reduction of work hours today. If their demands were undue, authorities could sack them. Police should not have fired the shots following orders from influential people."

"There was unrest among the workers for a long time over wages, work hours, and torture. Police opened fire during a clash with workers today," said DIG Anwar Hossain.

The power plant 'SS Power I Limited' is a 2.5-billion-dollar 1,200-megawatt coal power plant of which 30% is owned by Chinese engineering giant SEPCOIII, financed by the Bank of China.

"The problem was with the Chinese company and the workers are working under Chinese contractors. S Alam Group is not involved with clashes. The Chinese company has an investment in the plant," said Akis Uddin, secretary to S Alam Group Managing Director Masud Alam.

Contacted, S Alam Group Executive Director Subrata Kumar Bhowmick said, "The project started with 70% investment from us and 30% from the Chinese. Around 40% of the construction has been completed. Some 3,000 workers are working on the project."

Earlier in 2016, at least four persons were killed and nearly three dozen people were injured in another clash between law enforcement and locals over the coal-based power plant sponsored by the S Alam Group. One more was killed in 2017.

Rights activists say the Power plant does not meet environmental impact standards and was built without public consultation.

Sramik Karmachari Oikya Parishad (SKOP) has condemned the police attack and demanded compensation for the dead and treatment cost for the injured. Issuing a joint statement, SKOP leaders also demanded a judicial inquiry into today's incident and demanded punishment for those responsible.

Civil society demands justice
Later on Saturday, 68 members of the civil society signed a statement condemning the attack on the coal plant workers, terming the incident heinous and a disgrace to democratic society.

The statement said firing at workers who were just demanding proper payment is against the rule of law. The signatories said that the ruthlessness shown by the police during Saturday's incident demonstrates gross abuse of power and extreme lawlessness.

The statement said that according to the constitution and law of Bangladesh, the police cannot shoot at innocent workers under any circumstances.

According to the provisions of Police Regulations 1943, if a gathering cannot be broken up in any way, police can use minimal force as a last resort. In that case, multiple warnings must be issued before firing a shot and the shots cannot be aimed at anyone to kill but only to break up the gathering.


The signatories called for an impartial judicial inquiry into the killings and shootings and demanded exemplary punishment for the policemen involved.

They also demanded that the agreement reached between the government and the S Alam Group for the construction of the coal-fired power plant be cancelled on grounds of negligence by the company in paying wages to workers.

The statement was signed by Dr Zafrullah Chowdhury, founder and trustee of Gonoshasthaya Kendra, Sultana Kamal, executive director of Ain o Salish Kendra, Dr Hossain Zillur Rahman, chairperson of Brac, Ali Imam Majumder, former cabinet secretary, Khushi Kabir, coordinator, Nijera Kori, Shahidul Alam, photojournalist, Shireen Huq, co-founder of Naripokkho, and several others.

Bangladesh Trade Union Sangha president Habibullah Bachchu and general secretary Chowdhury Ashikul Alam demanded punishment to police members and others involved in the killing of workers. They demanded compensation for the families of the workers who were killed and treatment of those wounded in the police firing. The labour leaders in a statement yesterday demanded that the licence of the power plant be scrapped.

Source: https://www.tbsnews.net/bangladesh/2-killed-many-injured-clash-over-banshkhali-power-plant-ctg-232807

বাঁশখালী কয়লাবিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হত্যার প্রতিবাদে নাগরিক সমাজের বিবৃতি


17 April 2021

আমরা নিম্নস্বাক্ষরকারীগণ আজ বাঁশখালী কয়লা-বিদ্যুৎকেন্দ্রে নিরীহ শ্রমিকদের হত্যার ঘটনায় নিম্নোক্ত বিবৃতি প্রকাশের জন্য আপনার গণমাধ্যমে প্রেরণ করছি : 

আজ শনিবার সকালে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে সমাবেশ করলে পুলিশ গুলিবর্ষণ করে। পুলিশের গুলিতে এ পর্যন্ত পাঁচজন শ্রমিক নিহত ও অনেক শ্রমিক আহত হয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বকেয়া মজুরির দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের উপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য লজ্জাকর। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বকেয়া মজুরির দাবিরত শ্রমিকদের উপর গুলি চালানোর ঘটনা আইনের শাসনের পরিপন্থী। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ এবং চরম অনাচারের শামিল।

বাংলাদেশের সংবিধান ও আইন অনুসারে পুলিশ কোন অবস্থাতেই নিরীহ শ্রমিকদের উপর গুলি চালানোর অনুমতি পেতে পারে না। পুলিশ প্রবিধান ১৯৪৩-এর বিধান অনুসারে নিরাপত্তার জন্য হুমকিমূলক সমাবেশ অন্য কোনভাবে ছত্রভঙ্গ না করা গেলে সর্বশেষ পন্থা হিসেবে নূন্যতমভাবে শক্তি প্রয়োগের বিধান রয়েছে এবং সেক্ষেত্রে গুলি চালানোর আগে বার বার সাবধান করতে হবে এবং তা চালাতে হবে কাউকে হত্যা করা না বরং সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্য থেকে। আমরা এই আইনি বিধান বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিপালন করতে দেখিনি। আইন-শৃঙ্খলা বাহিনীর আইন অমান্য করার দায় সাধারণ নাগরিকদের চেয়ে কোনো অংশেই কম নয়। আমরা এই হত্যাকাণ্ডের ও গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ বিচার-বিভাগীয় তদন্ত দাবি করছি এবং দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

করোনা অতিমারির এই দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিসহ হয়ে উঠেছে, সেখানে মজুরি না দেয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা সকল শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করার দাবি জানাই। একইসাথে শ্রমিকদের মজুরি প্রদানে অবহেলা করার কারণে এস. আলম গ্রুপের সঙ্গে কয়লা-বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সরকারের যে চুক্তি হয়েছে তা বাতিলের দাবি জানাই।

উল্লেখ্য যে, এই বাঁশখালি বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেসব ঘটনায় কমপক্ষে মোট ৬ জন নিহত ও শতাধিক আহত হলেও - ঐ হত্যাকাণ্ডের কোন সুষ্ঠু বিচার হয়নি।

বিবৃতি স্বাক্ষরকারী :
  1. ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র
  2. ড. হামিদা হোসেন, মানবাধিকার কর্মী
  3. আকমল হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
  5. আলী ইমাম মজুমদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব
  6. প্রফেসর আনু মুহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  7. খুশি কবীর, সমন্বয়কারী, নিজেরা করি
  8. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, ব্র্যাক
  9. ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
  10. শাহীন আনাম, নির্বাহী পরিচালক, মানুষের জন্য ফাউন্ডেশন
  11. শহিদুল আলাম, আলোকচিত্রী
  12. শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এএলআরডি
  13. অধ্যাপক পারভীন হাসান, সেন্ট্রাল উইমেনস্ ইউনিভার্সিটি
  14. ফরিদা আখতার, নারী অধিকার কর্মী
  15. সি আর আবরার, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  16. ব্যারিস্টার সারা হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  17. রেহনুমা আহমেদ, লেখক
  18. অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)
  19. আদিলুর রহমান খান, আইনজীবী ও মানবাধিকার কর্মী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  20. শিরীন হক, নারী অধিকার কর্মী
  21. হাসনাত কাইউম, অ্যাক্টিভিস্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  22. ড. জাহেদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  23. ড. আসিফ নজরুল, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়
  24. ফেরদৌস আজিম, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়
  25. রোবায়েত ফেরদৌস, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়
  26. ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আহ্বায়ক, প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ
  27. মোবাশ্বার হাসান, লেখক ও গবেষক
  28. রেজাউর রহমান লেনিন, গবেষক এবং অধিকারকর্মী
  29. জোবায়দা নাসরিন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  30. সাদাফ নূর-এ ইসলাম, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  31. সাঈদ ফেরদৌস, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  32. রায়ান হাসান, নির্বাহী পরিচালক, এনজিও ফোরাম অন এডিবি
  33. নূর খান লিটন, মানবাধিকার কর্মী
  34. গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক
  35. শাহনাজ হুদা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  36. তানজিম ওয়াহাব, শিক্ষক, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট
  37. ডা. নাইলা জেড খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ
  38. মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  39. ওমর তারেক চৌধুরী, লেখক ও অনুবাদক
  40. আজফার হোসেন, শিক্ষক, গ্র্যান্ড ভ্যালি স্টেইট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
  41. মাহা মির্জা, গবেষক ও অধিকারকর্মী
  42. আহমেদ কবির কিশোর, ব্যঙ্গচিত্র-শিল্পী
  43. নাসিরুদ্দিন এলান, মানবাধিকার কর্মী
  44. সায়দিয়া গুলরুখ, সাংবাদিক
  45. নাসরীন খন্দকার, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  46. অরূপ রাহী, সঙ্গীত শিল্পী ও লেখক
  47. এম. জাকির হোসেন খান, নির্বাহী পরিচালক, চেঞ্জ ইনিশিয়েটিভ
  48. সারওয়াত শামীন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  49. জান্নাতুল মাওয়া, আলোকচিত্রী ও শিক্ষক, পাঠশালা
  50. শেখ নূর আলম, মংলা নাগরিক সমাজ
  51. তৌহিদুল ইসলাম শাহজাদা, নির্বাহী পরিচালক, প্রান্তজন
  52. মাইদুল ইসলাম, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  53. লুবনা মরিয়ম, আর্টিস্টিক ডিরেক্টর, সাধনা
  54. অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান, আইনজীবী
  55. রেবেকা সুলতানা, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক, সমগীত
  56. কাজী ওমর ফয়সাল, শিক্ষক ও গবেষক
  57. সেকান্দার আলী মিনা সুমন, নির্বাহী পরিচালক, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি
  58. তানজিম ওয়াহাব, শিক্ষক, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট
  59. অগ্রদূত দাশগুপ্ত, সমন্বয়কারী, সংশপ্তক
  60. রাশেদ রিপন, নির্বাহী পরিচালক, পরিবর্তন-রাজশাহী
  61. অমল আকাশ, শিল্পী ও সংগঠক, সমগীত
  62. মুক্তাশ্রী চাকমা সাথী, সঙ্গৎ : নারী অধিকার জোট
  63. তাসাফি হোসেন, মানবাধিকার কর্মী
  64. বীথি ঘোষ, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সমগীত
  65. অপরাজিতা সংগীতা, চলচ্চিত্র নির্মাতা
  66. রোজিনা বেগম, গবেষক
  67. মারজিয়া প্রভা, অধিকারকর্মী
  68. হাসান মেহেদী, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি)

Civil Society Statement on the Killing of 5 Workers at Banshkhali Coal Power Plant


17 April 2021, Saturday 

We, the undersigned, are issuing the following statement in reaction to the brutal killing of at least five people at the under-construction coal-fired power plant of S Alam Group in Chattogram’s Banshkhali: 

At least five people were killed and numerous others were injured when the police started shooting the workers of an under-construction coal-fired power plant of S Alam Group in Chattogram’s Banshkhali, while they were staging protests over several demands including payment of due wages, media reported. We seriously condemn this event which is a major violation of human rights and a shame for a democratic nation. Shooting the workers who were protesting for their due wages is against the rule of law. This brutal killing by the police is nothing but unlawful use of power where it is their job to ensure safety and security of the people. 

According to the constitution and other laws, police are never allowed to shoot the innocent workers who were executing their lawful rights. According to Police Regulations 1943, police are allowed to use minimum force as the last resort for those assemblies which deem a serious security concern; but the purpose of using the minimum force would be breaking the assembly apart and shouldn't be intended to kill anyone. Most of the time we don’t see the police maintaining these regulations. Liability of breaking the law by the law enforcers is the same as any other citizen of the land. We demand a neutral investigation of this event by a judicial probe committee and exemplary punishment for the responsible members of the police force. 

As the country is going through the second wave of covid19 pandemic, life of the working class people has turned into a living nightmare. In such a time, workers not paid their due wages are a serious violation of Labour law and basic human rights. It should be investigated why the country's one of the top industrialists S Alam group hasn’t paid their workers. We demand that all the workers must be paid their due wages without further delay. In addition, the agreement to build a coal-fired power plant between the government and S Alam group should be cancelled as S Alam group failed to pay their workers. 

We would also like to remind that people were killed before at Banshkhali thermal power plant, in 2016 and 2017. Six people were killed and more than a hundred were injured in those events, however, we didn’t see any justice for those brutal killings. 

Name of the signatories: 
  1. Dr Zafrullah Chowdhury, Founder & Trustee, Gonoshasthaya Kendra 
  2. Dr. Hamida Hossain, Human Rights Activist 
  3. Professor Akmal Hussain, Retired Professor, Dhaka University 
  4. Sultana Kamal, former adviser to the Caretaker Government of Bangladesh 
  5. Ali Imam Majumdar, former cabinet secretary, Government of Bangladesh 
  6. Anu Muhammad, Professor, Jahangirnagar University 
  7. Khushi Kabir, Coordinator, Nijera Kori 
  8. Hossain Zillur Rahman, Executive Chairman, BRAC 
  9. Iftekharuzzaman, Executive Director, Transparency International Bangladesh (TIB) 
  10. Shaheen Anam, Executive Director, Manusher Jonno Foundation 
  11. Shahidul Alam, Photographer 
  12. Shamsul Huda, Executive Director, Association for Land Reform and Development (ALRD) 
  13. Parveen Hasan, Professor, Central Women’s University 
  14. Farida Akhter, Women Rights Activist 
  15. C R Abrar, Professor, Dhaka University 
  16. Barrister Sara Hossain, Lawyer, Bangladesh Supreme Court 
  17. Rehnuma Ahmed, Author 
  18. Advocate Syeda Rizwana Hasan, Chief Executive, Bangladesh Environmental Lawyers Association (BELA) 
  19. Adilur Rahman Khan, Lawyer, Bangladesh Supreme Court
  20. Shireen Huq, Women Rights Activist
  21. Hasnat Quaiyum, Activist Lawyer, Bangladesh Supreme Court 
  22. Dr. Zahed Iqbal, Lawyer, Bangladesh Supreme Court 
  23. Dr. Asif Nazrul, Professor, Dhaka University 
  24. Robayet Ferdous, Professor, Dhaka University 
  25. Ferdous Azim, Professor, Dhaka University 
  26. Barrister Jyotirmoy Barua, Convener, Life and Nature Safeguard Platform (LNSP) 
  27. Mobasshar Hasan, Author and Researcher 
  28. Rezaur Rahman Lenin, Activist and Researcher 
  29. Zobayda Nasrin, Associate Professor, Dhaka University 
  30. Sadaf Noor-E-Islam, Professor, Chittagong University 
  31. Saeed Ferdous, Professor, Jahangirnagar University 
  32. Rayyan Hassan, Executive Director, NGO Forum on ADB 
  33. Nur Khan Liton, Human Rights Activist 
  34. Gouranga Nandy, Journalist 
  35. Shahnaz Huda, Teacher, Dhaka University 
  36. Tanzim Wahab, Teacher, Pathshala South Asian Media Institute 
  37. Dr. Naila Z. Khan, Bangladesh Institute of Child Health 
  38. Mirza Taslima Sultana, Professor, Jahangirnagar University 
  39. Omar Tareque Chowdhury, Author 
  40. Azfar Hossain, Teacher, Grand Valley State University, United States 
  41. Maha Mirza, Researcher and Activist 
  42. Ahmed Kabir Kishore, Cartoonist 
  43. Nasiruddin Elan, Human Rights Activist 
  44. Saydia Gulrukh, Journalist 
  45. Nasreen Khandokar, Teacher, Jahangirnagar University 
  46. Arup Rahee, Singer and Author 
  47. M. Zakir Hossain Khan, Executive Director, Change Initiative 
  48. Sarwat Shamin, Teacher, Dhaka University 
  49. Jannatul Maowa, Photographer and Teacher, Pathshala 
  50. Sheikh Noor Alam, Mongla Nagorik Samaj 
  51. Tauhedul Islam Shahazada, Executive Director, Prantojon 
  52. Maidul Islam, Teacher, Chittagong University 
  53. Lubna Mariyam, Artistic Director, Sadhna 
  54. Advocate Abdullah Al Noman, Lawyer, Bangladesh Supreme Court 
  55. Rebeka Sultana, Teacher and Cultural Activist, Samageet 
  56. Quazi Omar Faisal, Teacher and Researcher 
  57. Sekandar Ali Mina Sumon, Executive Director, Safety and Rights Society 
  58. Tanzeem Wahab, Teacher, Pathshala South Asian Media Institute 
  59. Agradut Dasgupta, Coordinator, Songshoptaque 
  60. Rashed Ripon, Executive Director, Paribartan-Rajshahi 
  61. Amal Aakash, Cultural Organizer, Samageet 
  62. Muktashree Chakma Sathi, Sangat: Feminist Group 
  63. Tasafee Hossain, Human Rights Activist 
  64. Bithi Ghosh, Cultural Activist, Samageet 
  65. Aparajeeta Sangita, Film maker 
  66. Rosina Begum, Researcher 
  67. Marzia Prova, Human Rights Activist 
  68. Hasan Mehedi, Bangladesh Working Group on External Debt (BWGED) 

People2Biden Conference: South Asia


The United States is the second largest greenhouse gas emitting country in the world while fourth largest per capita emitter among the Annex-1 countries. It is also the historically highest emitting country. As the US policymakers’ role is crucial to ensure a greener earth, most of the important international climate related instruments have been taken with consent of the United States. But historically it escaped from due responsibility by not signing up to the Kyoto Protocol and withdrew itself from the Paris Agreement.

After winning in the election of 2020, US president Joe Biden took the decision to return the United States to the Paris Agreement on the first day in office. Consequently he called for a conference called “Leaders Summit on Climate” on 22-23 April 2021 and invited 40 global leaders to join the Summit. The honorable prime ministers of Bangladesh, Bhutan and India from South Asian countries are invited among others.

The thematic areas of the summit are: (i) Galvanizing efforts by the world’s major economies to reduce emissions; (ii) mobilizing public and private sector finance to drive the net-zero transition; (iii) transition to a new clean energy economy; (iv) Spurring transformational technologies that can help reduce emissions and adapt to climate change; (v) showcasing subnational and non-state actors that are committed to green recovery and an equitable vision for limiting warming to 1.5 degree celsius; and (vi) discussing opportunities to strengthen capacity to protect lives and livelihoods from the impacts of climate change.

But there are outcries for ambitious emission reduction by the United States economy, both nationally and internationally, divest from fossil fuel without making any late, contribute equitable share in the Green Climate Fund (GCF) as pledged, reparation for loss and damage, technology transfer to the developing countries for adaptation and mitigation, stop all types of market-based solutions and ensure community-ownership in the green recovery. United States has also responsibility to support the developing countries through finance and policy support to reach 100% renewables globally.

To raise the demands jointly, Bangladesh Working Group on External Debt (BWGED), Bangladesh Working Group on External Debt (BWGED), NGO Forum on ADB, Centre for Environmental Justice (CEJ), Sri Lanka; Digo Bikas Institute (DBI), Nepal; Growthwatch, India; Pakistan Kissan Rabita Committee (PKRC) and Participatory Research Action Network (PRAN), Bangladesh jointly organized a #People2Biden Conference with participation of friends, colleagues and like-minded activists from South Asian Countries. 


South Asian climate activists including Hematha Withanage from Sri Lanka, Vidya Dinker from India, Saima Zia from Pakistan, Nurul Alam Masud from Bangladesh, Avishek Sreshtha from Nepal, Aisha Niyaz from Maldives and many others will raise the demands from respective countries.

How can you help:
  • Join us on Zoom Meeting room through registration
  • Post the circulation and news on your social media with hashtag #People2Biden
  • Circulate the announcement and invite friends and colleagues to join with us
For any clarification, please write: bwged.bd@gmail.com

Statement of BWGED to President Biden and John Kerry


8 April 2021

Mr. John F. Kerry
United States Special Presidential Envoy for Climate
Washington D.C., United States 

CC: Mr. Earl R. Miller, Ambassador, U.S. Embassy in Bangladesh, Madani Avenue, Baridhara, Dhaka 1212, Bangladesh 

Dear Mr. Kerry 
We would like to start by thanking President Biden’s commitment to the global climate movement and by congratulating the United States for rejoining the Paris Agreement. We also appreciate President Biden’s effort to organize the Leaders Summit on Climate, hence looking forward to a stronger concerted climate action. These are certainly first-hand examples of the Biden administration’s deep concern on the global climate crisis.

As much as we appreciate those efforts, truth be told, those were long overdue. The United States should have taken this leadership role long ago, but unfortunately, international cooperation on climate was deprioritised by the US for several years. The United States is currently one of the top emitters in the world, accounting for 15% of the global CO2 emission (IEA, 2018). However, the USA is the all time largest and worst GHG emitter on the planet if cumulative CO2 emission since 1750 is taken into account (CarbonBrief, 2019). As the top cumulative emitter, the US bears a greater imperative for curbing its CO2 output and a greater moral responsibility for the impacts of global warming, for which unfortunately, countries like Bangladesh are now suffering.

For decades the US has propped fossil fuel projects all over the world with devastating impacts on local communities and the climate. It is time for the US to turn their backs on their polluting pasts and become true climate leaders by immediately ending all support for fossil fuel projects overseas. Thanks to President Biden though for prioritising galvanizing efforts by the major economies to reduce emissions to keep a limit to warming of 1.5 degree within reach.

Bangladesh, being a climate handicapped nation, loses 1% of its GDP each year to extreme weather events, which will be around 9% by the end of the century. By 2050, 17% of the country’s coastline will go underwater displacing around 30 million people. 6 million have already been climate displaced in this country, yet it is hosting 1.1 million Rohingya refugees. Despite Bangladesh’s little contribution to global emission, it is bearing most of the consequences for which the US is partially responsible. We agree with the Prime Minister Sheikh Hasina that “it is time to address the climate injustice” (Diplomat, 2021).

Despite all the climate risk, Bangladesh is now one of the fastest growing economies and it continues to shock the world with its huge adaptation and resilient capacity. However, the country is still heavily dependent on fossil fuel - especially in the power sector to meet its growing power demand for the manufacturing industry. The energy-mix in power generation is overwhelmingly fossil-fuel based - around 90% of total generation capacity is based on gas, liquid fuel and coal (BPDB, 2020). One main reason behind this is all the global financiers are investing in fossil fuel rather than focusing on clean energy transformation which is an urgent need. Now that the government has decided to cut short its coal power projects (The Daily Star, 2020), US tech giants such as General Electric have been negotiating to sell more of its gas technology, potentially paving the way for more US LNG exports to the country. Gas is neither clean nor cheap, so the Biden administration must stop treating it like a bridge fuel. 

Hence, we urge that:
  1. the United States must push up the Global Climate Finance which is falling far short of $100 billion pledges at Paris: The Annex-1 countries including the United States never met their pledge of providing $100 billion annually for adaptation and mitigation through the Green Climate Fund (GCF). This amount is not a grant or donation, it is the part of ecological debt which the developed countries owe to the developing nations. So, we demand our legitimate reparations from the United States and hope that the Biden Administration will fulfill their commitment.
  2. the United States must formulate an enhanced Nationally Determined Contribution (NDC) with ambitious emission reduction not only within the territory but also beyond the boundaries wherever US economies have a carbon footprint. The US has to reduce emissions from its investments globally in accordance with its "common but differentiated responsibilities and respective capabilities".
  3. the US financial institutions must stop fossil fuel finance: Four US banks - JPMorgan Chase, Wells Fargo, Citi Bank, and Bank of America - are the world’s four biggest lenders and underwriters to the fossil fuel industry since the Paris Agreement. These US financial institutions are essentially undermining President Biden’s pledge to the Paris Agreement and leadership towards a decarbonized society. If we are to limit global warming to 1.5 degrees, the US must end fossil finance.
  4. the US leads the fossil fuel divestment movement: Over a thousand institutions globally worth almost 8 trillion USD have committed to divest from the world’s biggest oil, coal and gas companies (Gofossilfree.org, 2021). Unfortunately, US investors and technology suppliers fall short on the global commitment list and are still continuing its business helping to expand fossil-fuel based power projects globally including Bangladesh. We expect to see they are withdrawing themselves from this dirty energy business immediately.
  5. the US takes a leadership role for a global transition to a new clean energy economy: The US is home to one of the largest and fastest-growing renewable energy markets, with advanced technology innovations, creating job opportunities and boosting economic growth. We urge the US financiers and tech giants to get involved with renewable opportunities in Bangladesh to serve the mutual interests of both countries to build a decarbonized society.

It is indeed time to act and the world is watching and waiting for the US to take the climate leadership once and for all.

People2Biden Campaign


#People2Biden

The United States is the second largest greenhouse gas emitting country in the world while fourth largest per capita emitter among the Annex-1 countries. It is also the historically highest emitting country. As the US policymakers’ role is crucial to ensure a greener earth, most of the important international climate related instruments have been taken with consent of the United States. But historically it escaped from due responsibility by not signing up to the Kyoto Protocol and withdrew itself from the Paris Agreement. 

After winning in the election of 2020, US president Joe Biden took the decision to return the United States to the Paris Agreement on the first day in office. Consequently he called for a conference called “Leaders Summit on Climate” on 22-23 April 2021 and invited 40 global leaders to join the Summit. The thematic areas of the summit are: (i) Galvanizing efforts by the world’s major economies to reduce emissions; (ii) mobilizing public and private sector finance to drive the net-zero transition; (iii) transition to a new clean energy economy; (iv) Spurring transformational technologies that can help reduce emissions and adapt to climate change; (v) showcasing subnational and non-state actors that are committed to green recovery and an equitable vision for limiting warming to 1.5 degree celsius; and (vi) discussing opportunities to strengthen capacity to protect lives and livelihoods from the impacts of climate change. 

But there are outcries for ambitious emission reduction by the United States economy, both nationally and internationally, divest from fossil fuel without making any late, contribute equitable share in the Green Climate Fund (GCF) as pledged, reparation for loss and damage, technology transfer to the developing countries for adaptation and mitigation, stop all types of market-based solutions and ensure community-ownership in the green recovery. 

Meanwhile, US President’s Special Presidential Envoy for Climate Mr. John Kerry is going to visit Bangladesh on 9 April 2021, Friday to formally invite Prime Minister Sheikh Hasina to attend the Leaders Summit. 

To ensure that our voices are heard, the Bangladesh Working Group on External Debt (BWGED) has taken a number of programs under #People2Biden Campaign with colleagues and like-minded organizations in Bangladesh and South Asia. 

The Programs are:
  • 7 April 2021, Wednesday: People2Biden Online Press Conference in Bangladesh
  • 8 April 2021, Thursday: Submission of a People2Biden Statement to on behalf of the Climate vulnerable people of Bangladesh
  • 16 April 2021, Friday: Submission of People2Biden Video Message to President Joe Biden on behalf of South Asian climate affected communities.
  • 20 April 2021, Tuesday: South Asian Online People2Biden Conference to raise our common demands together to President Biden and global leaders.
  • 21 April 2021, Thursday: Submission of Video Speeches to the US Administration

How Can You join? 
  • Register to join any of the programs to make the campaign stronger 
  • Invite your friends and colleagues to join any of our programs 
  • Organize any type of messaging program with (hashtag) #People2Biden
  • Share the programs, photos or links on Social Media with (hashtag) #People2Biden 

For any suggestions, please write to bwged.bd@gmail.com